সিলেট-ঢাকা ৬ লেনের কাজে গ্যাস লাইন কাটা

  • বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক ক্ষতি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ করতে গিয়ে হবিগঞ্জের শাহজীবাজারে বুধবার গ্যাস লাইন কাটা পড়েছে। ফলে টানা প্রায় ১০ ঘণ্টা উৎপাদন ব্যাহত হয় গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে। এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো।

মেটাডোর কোম্পানির কর্মকর্তা রেজাউল বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে কাজ করার সময় বুধবার বিকালে গ্যাসের লাইন কেটে ফেলেন শ্রমিকরা। ফলে তাদের কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। রাত ২টার দিকে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হয়। তিনি বলেন, এতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

স্কয়ার ডেনিমের সিনিয়র এক্সিকিউটিভ মো. ইমদাদুল হক বলেন, মহাসড়কে কাজ করার সময় বুধবার বিকাল ৪টায় শাহজীবাজার স্টার সিরামিকের কাছে গ্যাসের মেইন লাইন কেটে ফেলে। সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। রাত ২টা ৪০ মিনিটে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। এ সময় প্রায় ১০ ঘণ্টা আমাদের কারখানায় উৎপাদন বন্ধ থাকে। এতে কোম্পানির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এখনো নির্দিষ্ট করে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। একইভাবে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেন, এ লাইনটি আমাদের হাইপ্রেসার লাইন। ঢাকা-সিলেট মহাসড়কে কাজ করতে গিয়ে এ লাইনটি কেটে ফেলে। তাৎক্ষণিক আমরা লাইন বন্ধ করে দিয়ে জরুরিভাবে সেখানে মেরামত কাজ করি। রাতের মধ্যেই পুনরায় লাইন চালু করতে সক্ষম হই। এর আগেও তারা একবার লাইন কেটে ফেলেছিল। এটি অত্যন্ত সেনসিটিভ লাইন। আমরা আজ সড়ক বিভাগকে বিষয়টি জানিয়ে চিঠি দেব। এ বিষয়ে যেন তারা ব্যবস্থা নেয়।

ঢাকা-সিলেট মহাসড়ক কাজের জগদীশপুর থেকে বাহুবল পর্যন্ত অংশের প্রজেক্ট ম্যানেজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সামছুজ্জোহা বলেন, এটি জাতীয় স্বার্থের কাজ। আমরা প্রায় ১ বছর আগে জালালাবাদ গ্যাসকে চিঠি দিয়েছি যেন তারা দ্রুত গ্যাস লাইন সরিয়ে নেন। এজন্য আমরা সরকার নির্ধারিত টাকাও পরিশোধ করে দিয়েছি। কিন্তু যেহেতু জমি অধিগ্রহণ নিয়ে এখনো ঝামেলা আছে তাই হয়তো তারা লাইন সরাতে পারছে না। তবে আমরা তাদের তাগদা দিচ্ছি যেন তারা দ্রুত লাইন সরিয়ে নেন। না হলে কাজ করতে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে যাবে। আমরা তো কাজ বন্ধ রাখতে পারি না। তিনি বলেন, শাহজীবাজারে ১৯ নম্বর কালভার্টের কাছে গ্যাস লাইন সামান্য ক্ষতি হয়। সেটি আমরা গ্যাস কর্তৃপক্ষকে জানালে তারা দ্রুত সেটি সমাধান করে দিয়েছেন।

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার কাজ প্রায় ৩ বছর পূর্বে শুরু হয়। সম্প্রতি এ কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয় সরকার। বুধবার বিকালে মাধবপুর উপজেলার শাহজীবাজার স্টার সিরামিকের কাছে একটি কালভার্টের কাজ করতে গিয়ে গ্যাসের মেইন লাইন কেটে ফেলেন শ্রমিকরা। এদিকে শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুর পর্যন্ত অংশ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এর মধ্যে বেশির ভাগ কোম্পানিই রপ্তানিমুখী। এ অঞ্চলে ওই লাইন থেকে গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাস লাইন কেটে ফেলায় শিল্পাঞ্চল ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকায় অন্তত ২০টি কোম্পানির উৎপাদন বন্ধ থাকে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।