কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে দুই চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে সিলেট পুরাতন কারাগার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
দুই অপরাধী হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার লামাশ্যামপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মো. শুয়েব আহমদ (২৯) ও কিশোরগঞ্জ জেলার সদর থানার লতিবপুর গ্রামের তোতা মিয়ার ছেলে রুবেল আহমদ (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গ্রেফতারকালে তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২টি চাকু জব্দ করে পুলিশ।
এ দুজনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।