ধোপাগুল থেকে আরও পাথর উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনস্পট ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর উদ্ধারে জেলা প্রশাসন ও বিজিবি’র পাশাপাশি র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯-ও তৎপরতা অব্যাহত রেখেছে। 

এরই ধারবাহিতায় শনিবার (৩০ আগস্ট) দুপুরে র‍‍্যাব-৯ এর একটি টিম সিলেট এয়ারপোর্ট থানাধীন সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে ভোলাগঞ্জের ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে।

অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়।

উদ্ধারকৃত পাথর পরে ভোলাগঞ্জে প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা হয়।

এসব তথ্য এক বিজ্ঞপ্তিত জানিয়েছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।