কওমি কণ্ঠ রিপোার্টার :
মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতের ইফতার মাহফিলে অতিথি হয়ে আসলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এ নিয়ে দেখা দিয়েছে ক্ষোভ। শনিবার (১৫ মার্চ) উপজেলার সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড পাতিলাঙ্গন গ্রামে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অতিথি হন এই আওয়ামী লীগ নেতা।
জানা যায়, শনিবার পাতিলাঙ্গন গ্রামে স্থানীয় জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ আসনে (জুড়ী-বড়লেখা) জামায়াতের প্রাথমিক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। সেখানে অতিথির আসনে সাগরনাল ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন (পচাই)-কে দেখা যায়। এছাড়া অনুষ্ঠানটিতে আওয়ামী লীগের বহিষ্কৃত আরেক নেতা- তজমুল আলীকেও দেখা যায়।
বিষয়টি নিয়ে পরে স্থানীয় শিবিরের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। তারা জানান, গত স্বৈরাচার সরকারের আমলে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন জামায়াত-শিবিরকে কোনো সাংগঠনিক কার্যক্রম করতে দেননি। এছাড়া গত ১৫ বছরই বিরোধী শক্তি দমনে তার ছিলো সক্রিয় ভূমিকা।
কয়েকজন সাবেক শিবির নেতা বলেন- এই আওয়ামী সভাপতির জন্য বিগত দিনগুলোতে আমরা ইফতার মাহফিল করতে পারিনি। বিভিন্ন ওয়াজ মাহফিলেও বাধা দিয়েছেন তিনি। স্বৈরাচারী হাসিনা পতনের পর এই আওয়ামী লীগ সভাপতিকে জামায়াতের ইফতার মাহফিলে দেখে কষ্ট হচ্ছে, লজ্জা হচ্ছে।
বিষয়টি নিয়ে কথা বলতে ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. আব্দুল ওয়াদুদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আজিম উদ্দিনের মোবাইল নাম্বারে কল দিলে তিনিও রিসিভ করেননি।