কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ মার্চ) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেততৃত্বে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, পাঁচ ভাই রেস্টুরেন্টকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত না করার দায়ে ৫০ হাজার এবং পানসী রেস্টুরেন্টকে বাসি খাবার সংরক্ষণ ও পরিবেশনের প্রস্তুতির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দেবানন্দ সিনহা জানান, জরিমানা আদায়ের পাশপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।