সং ঘ র্ষে একজন নি হ ত

সংবাদদাতা, রাজনগর (মৌলভীবাজার) :


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মিছরাব খান নামে একজন নিহত হয়েছেন। উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন। 

আহতদের মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেট ওসমানীতে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় পুলিশ ৪ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ  আব্দুল হাকিম বায়েছ ও তার ভাইদের সাথে সৈয়দ মহরম খানের ছেলে সৈয়দ মিছরাব খানের ভাইদের সাথে সংঘর্ষ হয়। এক পর্যায়ে দুই গোষ্ঠী লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয় এবং দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়।  

এসময় প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান সৈয়দ মহরম খানের ছেলে সৈয়দ মিছরাব খান (৩৫)। 

পরে সন্ধ্যার দিকে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। 

স্থানীয়রা জানান- এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, মিছরার খানের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পুলিশ ৪ জনকে আটক করেছে। নিহতের পরিবার মামলা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।