সিলেটে বিএনপি নেতার গাড়ি ছি ন তা ই, মা ম লা

কওমি কণ্ঠ রিপোর্টার

সিলেট মহানগরের শাহজালাল উপশহর থেকে বিএনপি নেতা আব্দুল মালেক সেকুর প্রাইভেট কার চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সিলেট মহানগরীর শাহপরাণ (র.) থানায় মামলাটি দায়ের করেন সেকুর। এরআগে গত ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লক থেকে গাড়িটি ছিনতাই হয়।

সেকুর সিলেট মহানগর বিএনপির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা আব্দুল মালেক সেকুর জানান, আমার প্রাইভেট কারের (ঢাকা মেট্রো. গ- ৩১-০৬৫১) চালক দিলওয়ার হোসেন গাড়িটি চালিয়ে ১৩ নভেম্বর রাত ১১টার দিকে উপশহরের ডি ব্লকের ২৪ নং রোডের মুখে আসামাত্র কয়েকজন যুবক পথ রোধ করে চালককে মারধর করে কারটি ছিনিয়ে নিয়ে যান। ছিনতাইয়ের সঙ্গে সিলেটের জকিগঞ্জ উপজেলার হাইদ্রাবন গ্রামের খবিরুল হকের ছেলে কামরুল হাসান ওরফে লম্বা হাসান (৩৫), বিশ্বনাথ উপজেলার আব্দুল করিম (৩২) ও সেলিম আহমদ (৩০), সিলেট মহানগরের মাছিমপুরের ফয়সল আহমদ (৩২), শাহজালাল উপশহরের ডি ব্লকের বাসিন্দা মনির আহমদ (৩২), সিলেটের শাহপরাণ থানার ২৪ নং ওয়ার্ডের পূর্ব সাদাটিকরের মৃত শায়েস্থা মিয়ার ছেলে লাকী মিয়া (৩০) এবং কুমিল্লা চাঁদপুরের রাশেদ আহমদ (৩০)-সহ আরও কয়েকজন এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তারা সবাই বর্তমানে শাহজালাল উপশহর ও আশপাশ এলাকায় বসবাস করেন এবং ছিনতাই চক্রের সদস্য।

এ ব্যাপারে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গাড়িটি উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।