- তদন্ত কমিটি গঠন
কওমি কণ্ঠ ডেস্ক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সরকারি জায়গা দখলকারী উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে।
বুধবার (১৯ মার্চ) সকালে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘সম্প্রতি গণমাধ্যমে আপনার (সাহাব উদ্দিন) বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ প্রকাশিত হয়েছে, যা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করেছে এবং সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ দলের নীতি ও আদর্শের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণ পরিলক্ষিত হয়েছে।’
সাহাব উদ্দিনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না- এর সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে দেওয়ার জন্য শোকজে উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে না পারলে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে সাহাব উদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিনকে (আশুক)।
এ ছাড়া সাহাব উদ্দিনকেও এ ঘটনায় লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন ও কারণ দর্শানোর জবাব পাওয়ার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় প্রশাসন ওই দখলকৃত সরকারি জমি উদ্ধারে অভিযানে নামে। এ সময় প্রায় ৭০ একর জায়গা থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ করা হয়। এসব স্থানে থাকা পাথর ভাঙার (স্টোনক্রাশার মিল) ছোট-বড় ১০০টি কল উচ্ছেদের পাশাপাশি প্রায় ৫০টি টিনশেড ঘর গুঁড়িয়ে দেওয়া হয়।
সাহাব উদ্দিনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন অভিযোগের তদন্তে জেলা বিএনপি তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে। এ কমিটিকে যথাযথ তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।