সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারস্থ স্বনামধন্য দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল কুরআন মাদরাসার ছাত্রসংগঠন ‘আন-নূর’র বার্ষিক অনুষ্ঠান শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর থেকে অনুষ্ঠান শুরু হবে। চলবে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানজুড়ে ছাত্রদের মাঝে কিরাআত, হামদ-নাত ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ‘আন-নূর’র সভাপতি মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মতিন বাহুবলি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান। অনুষ্ঠান প্রাণবন্ত করতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় উপস্থাপক ও কবি- মুহতামিম মীম সুফিয়ান।
এছাড়া বিভিন্ন অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
মাগরিবের নামাজের পর থাকছে নাশিদসন্ধ্যা।