সিলেটে যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের যৌথ হামলা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে যুক্তরাজ্যের এক প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা ও লুটপাট এর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত ৮টার দিকে সিলেট মহানগরের ঘাসিটুলা (সবুজ সেনা আবাসিক এলাকা) ব্লক-ডি এর ১৩ নং বাসায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা এ হামলা চালায়।

ভুক্তভোগী প্রবাসীর নাম ফজলে রাব্বি। 

খোঁজ নিয়ে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরষ্পর যোগসূত্রে মিলিত হয়ে ফজলে রাব্বি এর বাড়ীতে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় বাড়ীর বিভিন্ন আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বাড়ি এবং দোকান লুটপাট চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা নিয়ে চলে যায়।

প্রবাসীর পিতা ছালিক আহমদ এ ঘটনায় ব্যপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিবেদককে।

তিনি আরো জানান- গত বছর ও ওনার বাড়িতে হামলা হয় আজ (শুক্রবার) আবার ও হামলা হলো। আমার ছেলে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রদল নেতা ফজলে রাব্বিকে হামলাকারীরা বাড়ীতে না পেয়ে লুটপাটের পাশাপাশি আমাকে ও আমার স্ত্রী কে হুমকি প্রদান করে। আমাদেরকে ভয়ভীতি করে বলে তোদের ছেলে যদি বাড়াবাড়ি করে তাহলে অবস্থা ভালো হবেনা।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজলে রাব্বি  ১ বছরের অধিক সময় ধরে যুক্তরাজ্য অবস্থান করছেন। দেশের বর্তমান পরিস্থিতির ওপর অর্থাৎ সরকার পতনের পর (ছাএ শিবির,ছাএলীগ এবং জামাত) ও এর অঙ্গসংগঠন দলের নেতাকর্মীরা হামলা-মামলা, চাঁদাবাজি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার কর্মকাণ্ডের জন্য যুক্তরাজ্যে প্রতিবাদ সভা ও বিভিন্ন সমাবেশে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কথা বলায় হামলাকারীরা এর রেশ ধরেই হামলা ও লুটপাট চালিয়েছে। যুক্তরাজ্য প্রবাসী ফজলে রাব্বি দেশে অবস্থানরত অবস্থায় তিনি  বিএনপি ছাএদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান- আমরা প্রবাসী ভিকটিম পরিবারের খবর পেয়ে তাদের বাড়িতে তাৎক্ষণিক অবস্থান নেই। তাছাড়াও স্থানীয় লোকজনের নিকট জানতে পারি হামলাকারীদের অধিকাংশ নেতাকর্মীরাই ছিলেন ছাত্রশিবির এবং জামাতের। এমনকি এদের মধ্যে কয়েকজন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 

ওসি আরও বলেন- ফজলে রাব্বির বিরুদ্ধে সিলেটের শাহপরান থানায় একটা মামলা এবং গ্রেফতারী ওয়ারেন্ট বহাল রয়েছে।

তবে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন বলে ওসি জানান।