কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশি সেবা সহজতর করতে ডিজিটাল পদ্ধতি ব্যবহার শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে ডিজিটাল সেবার মাধ্যম ‘GenieA’ (জিনিয়া) অ্যাপ-এর।
উদ্বোধনের দিনই (বৃহস্পতিবার) সন্ধ্যায় একজন নিলেন ‘জিনিয়া’র মাধ্যমে পুলিশি সেবা।
তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম গ্রামের বাসিন্দা ও একজন ব্যবসায়ী।
সঙ্গে থাকা টাকা ছিনতাই হওয়ার ভয় থেকে তিনি ‘জিনিয়া’র মাধ্যমে দ্রুত পুলিশি সেবা নিয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই ব্যবসায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় মোগলাবাজার থানাধীন চৌধুরীবাজারে বিকাশের ব্যবসায়িক কাজে যাওয়ার পথে মোগলাবাজার এলাকায় পিছন দিক হতে তাকে কেউ অনুসরণ করছে বলে সন্দেহ হয়। এসময় তিনি GenieA অ্যাপ-এর sos ফিচারে গিয়ে পুলিশি সহায়তা চান।
তাৎক্ষণিকভাবে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে পৌছান এবং ওই ব্যবসায়ীর কাছ থেকে বিষয়টি অবগত হন। পরে তাকে নিরাপত্তা দিয়ে নিজ বাসায় পৌঁছে দেয় পুলিশ।
.png) 
                     
                     
                    .jpg) 
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    