তিনটি রাজনৈতিক আমল

রশীদ জামীল >>

১. সেনাবাহিনীকে আলোচনার বাইরে রাখুন। লেবু বেশি কচলালে তিতা হয়। দরকার আছে? বিপরীতেও হিত হতে পারে- আস্থার ভিত মজবুত করা গেলে।

২. আওয়ামীলীগ আওয়ামীলীগ তসবি জপা বন্ধ করুন। যার বিয়া তার খবর নাই, পাড়া-পড়শির ঘুম নাই! কোনো মানে আছে?

৩. অন্তত: নির্বাচনের তফশিল ঘোষণার আগ পর্যন্ত কামড়া-কামড়িটা বন্ধ রেখুন। ভিন্নতা নিয়েও একান্নবর্তী থাকা যায়।

বাংলাদেশ প্রশ্নে ঐক‍্যবদ্ধ থাকলে পৃথিবীর কোনো শক্তিই বিশকোটি মানুষকে আর গোলাম বানাতে পারবে না। কিন্তু অনৈক্যের অশনি নষ্ট করে দিতে পারে নতুন বাংলাদেশের বন্দোবস্ত। মনে রাখতে হবে- আগর আভি নেহি, তো শাইয়েদ কাভি নেহি। এবার- আবার হোঁচট খেলে তিন পনেরো পঁয়তাল্লিশ বছরেও কোমর সোজা করে উঠে দাঁড়ানো যাবে কিনা- বলা মুশকিল!

লেখক : আলেম, কথাশিল্পী, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।