ওসমানী বিমানবন্দরে এবার কোটি টাকার স্বর্ণ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের চোরাই স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৯২৮ গ্রাম স্বর্ণের এ চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। 

তবে এসময় কাউকে আটক করা হয়নি। 

সংশ্লিষ্ট সূত্র কওমি কণ্ঠকে জানায়, দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটটি শুক্রবার সকাল ৯টায় ওসমানী বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামে দুপুর ১২টায়। নিজস্ব সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে এ ফ্লাইটে তল্লাশি চালিয়ে শুল্ক গোয়েন্দাদের একটি টিম একটি সিটের নিচ থেকে ৯২৮ গ্রামের ৮টি স্বর্ণের বার জব্দ করে। 

তবে এসময় কাউকে আটক করা যায়নি।