কওমি কণ্ঠ রিপোর্টার :
চাঁদ দেখাসাপেক্ষে দেশে আগামী সোম অথবা মঙ্গলবার উদযাপন করা হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- ঈদুল ফিতর। এই ঈদে সিলেট মহানগরজুড়ে নিশ্চিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আগামীকাল শুক্রবার (২৮ মার্চ) থেকে শুরু হবে ঈদুল ফিতরের টানা ৯ দিনের সরকারি ছুটি। পৈত্রিক বা দেশের বাড়িতে ঈদ উদযাপন করতে আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল থেকেই শহর ছাড়তে শুরু করবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই ৯ দিন নির্জন থাকবে সিলেট মহানগর। সে সুযোগে দেখা দিতে পারে চোর-ছিনতাইকারীসহ অপরাধীদের উপদ্রব। এই অবস্থায় ৪টি স্তরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে এসএমপি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান- ঈদকে কেন্দ্র করে তাদের বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রম আজ (বৃহস্পতিবার) রাত থেকেই শুরু হবে। ছুটির টানা ৯ দিন ২৪ ঘন্টা মহানগরজুড়ে পুলিশি টহল জোরদার রাখা হবে। মহানগরের ছয়টি থানা এলাকার গুরুত্বপূর্ণ সব সড়ক ও পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করা হবে। রাখা হবে বাড়তি মোবাইল পার্টি ও ট্রাফিক ব্যবস্থাপনা। সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। এছাড়া পর্যটকদের নিরাপত্তায় এসএমপি বিশেষ নজরদারি ও টহল রাখবে এই ৯ দিন।
তিনি কওমি কণ্ঠকে আরও জানান- ঈদের দিন সিলেট শাহী ঈদগাহ, শাহজালাল (র.) দরগাহ মাজার, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ, আলিয়া মাদরাসা ময়দান, বন্দরবাজার জামে মসজিদসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে বিশেষ নিরাপত্তা দিবে মেট্রোপলিটন পুলিশ।