চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

কওমি কণ্ঠ ডেস্ক :

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ মিলনমেলা ‘বিশ্ব ইজতেমা’র দ্বিতীয় পর্বের প্রথম দিন আজ (সোমবার)। বাদ ফজর থেকে আমবয়ানের মাধ্যমে ধারাবাহিক কার্যক্রম শুরু হয়েছে। 

এই ধাপে ঢাকার একাংশসহ দেশের ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, এবারের ইজতেমা শুরায়ে নেজামের (জুবায়ের অনুসারী) অধীনে দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিক শুরু হওয়া প্রথম পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ থেকে শুরু হলো দ্বিতীয় পর্ব। যা শেষ হবে আগামী ৫ ফেব্রুয়ারি।

মাঝে আট দিনের বিরতি দিয়ে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দিল্লির মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা পর্ব।