ধর্মীয় গাম্ভীর্যে পবিত্র জুমআতুল বিদআ পালিত

কওমি কণ্ঠ রিপোর্টার :

এবারের পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমআতুল বিদআ নামে পরিচিত। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের স্মারক।

জুমআতুল বিদআয় ঢাকাসহ সারা দেশের মসজিগুলোতে মুসলিম উম্মাহর সমৃদ্ধি, ঐক্য ও মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) জুমাতুল বিদার নামাজে অংশ নিতে সকল মসজিদেই মুসল্লিদের ঢল নামে।
 
জুমার নামাজের আগে রমজানের তাৎপর্য ও জুমাতুল বিদার ফজিলত নিয়ে আলোচনা করা হয়। খুতবায় রমজানের শেষ দিনগুলোর গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি করে ইবাদত-বন্দেগি করার আহ্বান জানানো হয়।

জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া, ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়াও করা হয়।