কওমি কণ্ঠ রিপোর্টার :
আগামী শনিবার (১৮ অক্টোবর) সিলেটে আসছেন ধর্ম উদেষ্টা, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন। এদিনে সিলেটে ‘ওয়ায়েজিন পরিষদ’র আন্তর্জাতিক সিরাতুন্নবি (সা.) মাহফিল এবং ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’। এই দুই অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
জানা গেছে, ‘সিলেট ওয়ায়েজীন পরিষদ’র উদ্যোগে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে বিদেশি মেহমান হিসেবে আলোচনা করবেন ভাতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার সিনিয়র মুফতি আল্লামা মুজ্জাম্মিল হক বাদায়োনী ও ভারতের দারুল উলুম যাকারিয়্যাহ দেওবন্দের শাইখুল হাদিস মুফতি হোসাইন আহমদ পালনপুরী।
এছাড়া দেশের বরেণ্য আলেমরা বিষয়ভিত্তিক নসিহত পেশ করবেন। প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
অপরদিকে, সিলেটে তৃতীয়বারের মতো তরুণ আলেমদের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী অনুষ্ঠান- ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল’। আগামী ১৮ অক্টোবর সিলেট মহানগরের পূর্ব শাহী ঈদগাহের (আরামবাগ) আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
শীলিত সৃজনের ছায়ানীড় স্লোগানে পথচলা সাহিত্য-সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘সৃজনঘর’র উদ্যোগে তরুণদের জন্য বিশেষায়িত আয়োজন ‘সৃজনঘর তারুণ্যের মাহফিল-২০২৫’ ওই দিন সকাল থেকে রাত পর্যন্ত আলো ঝরাতে যাওয়া তারুণ্যের মাহফিলে থাকছে টক-শো, প্রশিক্ষণ কর্মশালা, সংগীত পরিবেশন, নির্ধারিত বিষয়বস্তুর উপর আলোচনা, প্রশ্ন-উত্তর পর্ব, গ্রন্থের মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ।
যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই শুধু তারুণ্যের মাহফিলে অংশগ্রহণ করতে পারবেন। বিশেষ এই মাহফিল উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মারক। নিবন্ধিত প্রত্যেকের জন্য থাকছে স্মারকসহ আকর্ষণীয় উপহার।