৬২ কেজি গাঁজাসহ সেনার জালে একজন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৬২ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী।

২৭ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১১ টায় অভিযানটি পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। 

জানা যায়, ক্যাপ্টেন আফ্রিদ এর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে ৬২ কেজি গাঁজা, ০১ টি ডিআই পিকআপ ও কাজিম আহমদ নামের ০১ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার মৃত শহীদ মিয়ার পুত্র। ঘটনাস্থল হতে গাঁজার মালিক গাড়ি হতে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। সেনা হেফাজতে থাকার পর শুক্রবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত গাঁজা ও ডিআই পিকআপসহ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়েছে।