সিলেট-লন্ডনের ফ্লাইটের সেই যাত্রী গুণলেন ১১ লাখ টাকা জরিমানা

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-লন্ডনের বিমানের ফ্লাইটে ঘুষি মেরে ভেঙে দেওয়ার অপরাধে মদ‍্যপ যাত্রীকে ১১ লাখ টাকা জরিমানা গুণতে হয়েছে। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফ এ অর্থদণ্ড প্রদান করেন। 

জরিমানার শিকার যাত্রীর নাম মো. শওকত আলী।

জানা যায়, বৃহস্পতিবার লন্ডন থেকে ছেড়ে আসা এ ফ্লাইট (বিজি-২০১) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে অবতরণ করে। এ ফ্লাইট চলাকালে মদ্যপ শওকত আলী মাঝআকাশে মাতলামি এবং কেবিন ক্রুদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতে শুরু করেন। বিশেষ করে নারী ক্রুদের সঙ্গে অশ্লীল আচরণ করতে থাকেন। একপর্যায়ে ঘুষি দিয়ে তিনি সামনের সিটের মনিটর ভেঙে দেন। বাধ্য হয়ে তাকে তার সিটের সঙ্গে দঁড়ি দিয়ে বেঁধে রাখা হয় এসময়।

অবতরণের পর বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ মো. শওকত আলী নামের অভিযুক্ত যাত্রীকে আটক করে এবং বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এমদাদুল হক শরীফের ভ্রাম্যমাণ আদালত তাকে ১১ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে মুচলেকার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্র কওমি কণ্ঠকে জানায়- ভাঙা মনিটরটির দাম ১১ লাখ টাকার উপরে।

এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট ম‍্যানেজার হাফিজ আহমদ।

এদিকে, বিমান বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে এমন মদ্যপ যাত্রীকে ফ্লাইটে আরোহন করতে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন হয়রানির শিকার কর্মকর্তা ও ক্রুরা।