কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক মসজিদে ঈদের জামাতের সময় নির্ধারণ নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ মার্চ) রাতে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া জামে মসজিদের মধ্যে তারাবির নামাজের পর কথা কাটাকাটির জেরে এই ঘটনা বলে জানা গেছে।
নিহত আব্দুল কাইয়ুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়ার মজুদ উল্লাহর ছেলে। আর ছুরিকাঘাতকারী অভিযুক্ত যুবকের নাম মুজাহিদ আলী (৩৫)। তিনি একই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মসজিদের মধ্যে তারাবি নামাজের সময় নির্ধারণ নিয়ে আব্দুল কাইয়ুম ও মুজাহিদ আলীর কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে কাইয়ুমকে ছুরিকাঘাত করেন মুজাহিদ আলী। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ১২টার দিকে মারা যান কাইয়ুম।
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন- আমরা এখন ঘটনাস্থলে আছি। পুলিশ এলাকার পরিস্থিতি স্বাভাবিক করেছে। মরদেহের ময়না তদন্ত হবে। অভিযুক্তকে ধরতে চেষ্টা করছে পুলিশ।