ফেঞ্চুগঞ্জ রোডে বাসচাপায় বাইক আরোহী নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদরাসার সামনে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলী আহমদ (৩৬) মোগলাবাজার এলাকার ইনাত আলীপুর গ্রামের মৃত আঞ্জব আলীর ছেলে। 

নিহতের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

ওসি জানান- আলী তার মোটরসাইকেলযোগে মোগলাবাজারের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে রেঙ্গা মাদরাসার সামনে গেলে বিপরীত দিক  থেকে আসা সিলেটগামী বাসের নিচে চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মোগালবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।