নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন ডা. মুসা কাইয়ুম

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত নর্থ ইস্ট মেডিকেল কলেজ-এর গভর্নিং বডির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা সৈয়দ মুসা এম এ কাইয়ুম।

বুধবার (১০ ডিসেম্বর) সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এই নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ডা সৈয়দ মুসা এম এ কাইয়ুম গভর্নিং বডির চেয়ারম্যান ছাড়াও নর্থ ইস্ট প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান এর  দায়িত্ব পালন করছেন।

ডাক্তার সৈয়দ মুসা সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর তিনি শিশুরোগের উপর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এরপর আরসিপিএন্ডএস  ডিগ্রী অর্জন করেন আয়ারল্যান্ড থেকে।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে শিশু বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তিনি।

এছাড়াও তিনি সৌদি আরবের মদিনা হাসপাতাল ও যুক্তরাজ্যের রয়েল হাসপাতালে কর্মরত ছিলেন।