কওমি কণ্ঠ রিপোর্টার :
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার পারাইরচক এলাকায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ট্রাকচাপায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ি গ্রামের শাহীন মিয়া শামীম (৫০) ও তার সহযোগী কামাল মিয়া (৪৫)।
পুলিশ জানায়, চলন্ত অবস্থায় পারাইরচকে শামীমের ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের একপাশে দাঁড় করিয়ে চাকা পাল্টাচ্ছিলেন শাহীন ও কামাল। এসময় ফেঞ্চুগঞ্জের দিকে যেতে থাকা পাথর বোঝাই বেপরোয়া গতির একটি ট্রাক তারা দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
দুর্ঘটনা ও দুজন নিহতের বিষয় কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন- ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাক। তবে চালক পালিয়ে গেছেন।