কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একটি ঝোপ থেকে মো. মঞ্জুর আহমদ (৪২)। এক ব্যক্তির ঝুলন্ত অর্ধপঁচা লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে খবর পেয়ে বুধবার (২৩ জুলাই) বেলা আড়াইটার দিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানাপুলিশ ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করে।
মঞ্জুর আহমদ ওই সুনামপুর গ্রামের মজির উদ্দিনের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারনা- তিনি কয়েকদিন আগে ঘটনাস্থলে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবু অধিকতর তদন্ত করছে পুলিশ।