- পুলিশের হাতে আটক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের নিউ সুরমা আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় ১৩ জন পুরুষ ও ৫ জন নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাওসার হোসেন (২৮), মো. ফারুক (৪৫), মো. আলী (২৭), উজ্জল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মোঃ রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এসএমপি'র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. সজীব খাঁনের নেতৃত্বে মহানগর গোয়েন্দা ও কোতোয়ালি থানার একদল পুলিশ সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকা অবস্থায় এই ১৮ নারী-পুরুষকে আটক করে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।