হ ত্যা মামলার আসামি র‍‍্যাবের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজার থেকে কানাইঘাটের হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম বুধবার দিবাগত (১০ এপ্রিল) রাত ২টার দিকে বিয়ানীবাজারের আদিনাবাদ তাজখানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত জিয়া উদ্দিন (৫৫) কানাইঘাটের ডাউকেরগুল গ্রামের মৃত আরব আলীর ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- এ বছরের ১১ মার্চ কানাইঘাট থানায় দায়েরকৃত হত্যা মামলার আসামি জিয়া উদ্দিন। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। অবশেষে তাকে বুধবার দিবাগত রাতে বিয়ানীবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের পর জিয়াকে কানাইঘাট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র‍‍্যাব।