কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের তাহিরপুরে মাহিন্দ্র ট্রাক উল্টে প্রাণ হারালেন চালক মিজানুর রহমান (২২)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মালবাহী মাহিন্দ্র ট্রাক্টরটি নীচু রাস্তা থেকে উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
(রিপোর্টার : মো. আব্দুল হালিম)