কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের উপর করা হামলার ঘটনায় মামলা করার প্রতিবাদে সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ঘোষণা করেছেন শ্রমিক নেতারা।
রবিবার (৫ অক্টোবর) রাতে তারা এ ডাক দেন। এছাড়া কোম্পানীগঞ্জ থানার ওসির প্রত্যাহার, ওসির নেতৃত্বে চাঁদাবাজি বন্ধ ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ। তিনি জানান- এই ধর্মঘট শুধু ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে। আমাদের দাবি না মানলে পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে পুলিশ চেকপোস্টে বালুভর্তি ট্রাক ছেড়ে না দেওয়ায় পুলিশের উপর মাহফুজের নেতৃত্বে হামলা করা হয়। এতে পুলিশের ৫ সদস্য আহত হন। এ ঘটনায় শ্রমিকনেতা মাহফুজকে প্রধান আসামি ও ১৫ জনের নামোল্লেখ এবং ৭০/৮০ জনকে অজ্ঞাত করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছে পুলিশ।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    