কওমি কণ্ঠ রিপোার্টার :
সিলেটে ফেনসিডিলসহ টঙ্গীর এক পরিবারের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার বদীকোনা এলাকায় একটি বাস থামিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুর জেলার টঙ্গী থানার আরিচপুর (পশ্চিম স্টেশনরোড) এলাকার ইদ্রিস আলীর ছেলে আনোয়ারুল ইসলাম (৪১), তার স্ত্রী মিসেস ইমু ইসলাম (৩৩) ও তাদের ছেলে শান্ত (২০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়- তাদের গোয়েন্দা পুলিশর (ডিবি) একটি টিম দক্ষিণ সুরমা থানার বদিকোনা সিটি গেইট এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজি নং: ময়মনসিংহ ব-১১-০৩৩৭) থামিয়ে তল্লাশি চালায়। এসময় এই ৩ জনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।