রেলওয়ে স্টেশন এলাকায় লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) বিকালে রেল স্টেশনের পাব্লিক টয়লেটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে জানিয়েছে পুলিশ। লাশের নাম-পরিচয় জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। 

সিলেট রেলওয়ে পুলিশ জানায়, শনিবার বিকাল ৪টার দিকে রেল স্টেশনের পাব্লিক টয়লেটের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়। 

লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে পুলিশ।