- আকতারকে অব্যাহতি
কওমি কণ্ঠ ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আকতার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদকে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংগঠনটির জেলা শাখার সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা হয়।
ওই মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আকতার হোসেন আসামি করা হয়। পরবর্তীতে তিনি গ্রেপ্তার হন। সে কারণে সংগঠনের সিলেট জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক জেলা শাখার আহ্বায়ক আকতার হোসেনকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংগঠনিক কাজ হতে অব্যাহতি দেওয়া হলো। মামলা থেকে নির্দোষ প্রমাণিত না হওয়ার আগ পর্যন্ত তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় বা সাংগঠনিক কার্যক্রম করা থেকে বিরত থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সিদ্ধান্ত মোতাবেক সিলেট জেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে কাজ করবেন সিলেট জেলার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদ।
সদস্যসচিব নুরুল ইসলাম বলেন, ‘জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে। জেলা কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সালমান খুরশেদ এখন থেকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।’