সড়কের পাশে সেলুন ব্যবসায়ীর লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন (৩৫) নামের এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) জৈন্তাপুর উপজেলার ২ নং লক্ষিপুর গ্রাম সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার নয়ামোড়া গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। ৭ বছর ধরে যাবৎ উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকায় মসজিদ মার্কেটে তিনি স্যালুনের ব্যবসা করতেন।

জানা যায়, শনিবার রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নং বাংলাবাজারে ফিরছিলেন সালাউদ্দিন।  রোববার  ভোরে স্থানীয় লোকজন তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।

তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি সড়ক দুর্ঘটনা। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।