কওমি কণ্ঠ রিপোর্টার :
আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন মিয়া (৫৫) এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সৈয়দ জুয়েল মিয়া (৫০)।
দুজনের মধ্যে হারুনকে কলকলিয়া বাজার ও জুয়েল মিয়াকে সৈয়দপুর বাজার থেকে গ্রেফতার করে র্যাব-৯ এর পৃথক টিম।
গ্রেফতারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
জানা গেছে, গ্রেফতারকৃত দুজন চব্বিশের গণ-অভ্যুত্থানের পর সিলেট কোতোয়ালিসহ বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা ও নাশকতা মামলার আসামি। এর মধ্যে হারুন অপারেশন ডেভিল হান্টে পুলিশের হাতে গ্রফতার হলেও জামিনে বেরিয়ে মামলার বাদীদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এক বাদী এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানায় জিডি করেছেন বলে জানা গেছে।