কওমি কণ্ঠ রিপোর্টার :
দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর স্ত্রী ও কন্যাসহ সপরিবারে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।
এর আগে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। জিয়াপুত্রের ফ্লাইটটি সিলেটে নামলেও তিনি বা তাঁর পরিবারের কোনো সদস্য বিমান থেকে নামবেন না। তাঁদের ঘিরে সিলেট এয়ারপোর্টে থাকবে না কেনো আয়োজন। নিরাপত্তাজনতি কারণেই এমনটি করা হবে বলে সিলেট জেলা বিএনপির সূত্র কওমি কণ্ঠকে জানিয়েছে।
এদিকে, তারেক রহমানের দেশে আসার এখনো দুদিন বাকি থাকলেও মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে ঢাকায় যেতে শুরু করেছেন সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেউ কেউ দলবদ্ধভাবে, আবার কেউ একা একাও অনুষ্ঠিতব্য তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র কওমি কণ্ঠকে নিশ্চিত করেছে।
ঢাকার অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি প্রস্তুতিসভা করেছে। সিলেট থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২০ হাজারেরও অধিক নেতাকর্মী ঢাকায় যাবেন বলেন সংশ্লিষ্টদের বক্তব্য।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের যাতায়াতের সুবিধার্থে আগামী ২৫ ডিসেম্বর ১০টি রুটে ২০টি স্পেশাল (বিশেষ) ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সোমবার (২২ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের জন্য বিশেষ ট্রেন ও অতিরিক্ত কোচ বরাদ্দের আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতেই রেলওয়ে এ ব্যবস্থা গ্রহণ করেছে।
চাহিদার ভিত্তিতে যেসব রুটে স্পেশাল ট্রেন চলবে সেগুলো হলো- কক্সবাজার–ঢাকা–কক্সবাজার, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা–জামালপুর, টাঙ্গাইল–ঢাকা–টাঙ্গাইল, ভৈরববাজার–নরসিংদী–ঢাকা–নরসিংদী–ভৈরববাজার, জয়দেবপুর–ঢাকা ক্যান্টনমেন্ট–জয়দেবপুর (গাজীপুর), পঞ্চগড়–ঢাকা–পঞ্চগড়, খুলনা–ঢাকা–খুলনা, চাটমোহর–ঢাকা ক্যান্টনমেন্ট–চাটমোহর, রাজশাহী–ঢাকা–রাজশাহী এবং যশোর–ঢাকা–যশোর।
তবে সিলেট-ঢাকা রুটে কোনো স্পেশাল ট্রেন বরাদ্দ করা হয়নি এখনো। এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে কওমি কণ্ঠকে বলেন- সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেনের জন্য আমরা চাহিদা জানিয়েছি সংশ্লিষ্টদের কাছে। আগামীকাল (বুধবার) সকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি কওমি কণ্ঠকে বলেন- সিলেট থেকে ২০ হাজারেরও অধিক নেতাকর্মী ঢাকায় যওয়ার প্রত্যাশা। আজ (মঙ্গলবার) থেকেই তারা যেতে শুরু করেছেন। কেউ কেউ দলবদ্ধভাবে, আবার কেউ একা একাও যাচ্ছেন। ২৫ ডিসেম্বর দেশের জন্য হবে এক ঐতিহাসিক ও স্মরণীয় দিন।