করচ গাছে ঝুলছিলো যুবকের নিথর দেহ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের মিরাপাড়ায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। খবর পেয়ে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

সিলেট শাহপরাণ থানাধীন মিরাপাড়ায় এ ঘটনা ঘটে। 

আত্মহত্যাকারী যুবকের নাম নাম হাকিম মিয়া (৩৫)।  

আত্মহত্যার বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

তিনি কওমি কণ্ঠকে বলেন- স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই যুবক একটি মাঠের মধ্যে একটি করচ গাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। তারা আসলে বিস্তারিত বলা যাবে।