বজ্রাঘাতে প্রাণ হারালেন মাঝি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রাঘাতে এক মাঝি মারা গেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে  ফেঞ্চুগঞ্জ বাজার-সংলগ্ন কুশিয়ারা নদীতে নৌকা চালানোর সময় বজ্রপাতে তিনি মারা যান।

নিহতের নাম জিলান মিয়া (৪৮)। তিনি উপজেলার বাঘমারা পশ্চিম পাড়া এলাকার নাসিম মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।

তিনি বলেন- প্রতিদিনের মত জিলান মিয়া নদীতে নৌকা চালাতে বের হোন। সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই জিলান মিয়া মারা যান।