কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত আব্দুর রহমানের (৩০) লাশ অবশেষে বাংলাদেশে এসেছে।
সোমবার দিবাগত (২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পতাকাবৈঠকের মাধ্যমে বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান- রাত ১০টার দিকে মেঘালয় পুলিশ আব্দুর রহমানের বাক্সবন্দী মরদেহ নিয়ে সীমান্তে পৌঁছালে পতাকাবৈঠকের মাধ্যমে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানাপুলিশের হস্তান্তর করা হয়। পরে পরিবার লাশ বুঝে নেয় পুলিশের কাছ থেকে।
আব্দুর রহমান কানাইঘাট উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাতে আব্দুর রহমানসহ কয়েকজন ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে গুলি চালায় বিএসএফ। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়। পরে সেখানে ময়না তদন্তের জন্য লাশ ফেরত দিতে দেরি হয়ে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।