স্কুলছাত্রীকে নিয়ে উধাও সিলেটের জাপা নেতা!

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ১৫ বছরের কিশোরী স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছেন জাতীয় পার্টির এক নেতা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। 

ঘটনার পরদিন ওই কিশোরীর বাবা থানায় মিসিং ডায়েরি করেছেন। তবে এখন পর্যন্ত ভিকটিমকে উদ্ধার কিংবা অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।  

এ বিষয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যারাতে স্থানীয়রা প্রতিবাদ সভা করেছেন। 

স্থানীয় ও জিডি সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা ও একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ভিকটিম (১৫) বৃহস্পতিবার স্কুলে গিয়ে আর ফিরে আসেননি। পরে জানা যায়- এ ওয়ার্ডের মেজরটিলা এলাকার বাঘমারার বাসিন্দা, মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক ও ৩৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী সৈয়দ আহমদ আলী ওই কিশোরীকে নিয়ে উধাও হয়ে গেছেন। 

পরবর্তীতে তিনি অজ্ঞাত স্থান থেকে ভিকটিমের মামাকে ফোন করে বলেন- সে (কিশোরী) আমার সঙ্গে ভালো আছে, তাকে খোঁজাখুঁজি করার দরকার নাই।

এছাড়া তিনি থানা-পুলিশ করলে ‘দেখে নেওয়ার’-ও হুমকি দেন আহমদ আলী।

জানা গেছে- ভিকটিমের পরিবার আহমদ আলীর বাসার দুতলায় ভাড়া থাকতো। আহমদ আলী বিবাহিত এবং তার ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

এদিকে, নিখোঁজ কিশোরী এখন পর্যন্ত উদ্ধার ও অভিযুক্ত জাতীয় পার্টি নেতাকে আটক না হওয়ায় প্রতিবাদ সভা করছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার রাত ৮টার দিকে অনুষ্ঠিত এ সভায় ভিকটিমের বাবা উপস্থিত হয়ে কেঁদে কেঁদে আহমদ আলীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন এবং পুলিশের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। 

সভায় স্থানীয় বাসিন্দারা আহমদ আলীকে শিশু অপহরণকারী হিসেবে অভিযুক্ত করে তার বিরুদ্ধে সামাজিকভাবেও ব্যবস্থা গ্রহণ এবং ভিকটিমের পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া পুলিশকে দ্রুততম সময়ের মধ্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে জানতে আহমদ আলীর দুটি মুঠোফোনে যোগাযোগ করা হলে একটি বন্ধ পাওয়া যায়। আর অপরটি শুধু ব্যস্ত বলে জানান দেয়। 

সার্বিক বিষয়ে জানতে সিলেট শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনের সরকারি মুঠাফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভি করেননি।