সিলেটে শুটার হান্নানকে ধরেছে পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ভয়ংকর সন্ত্রাসী যুবলীগ নেতা মো. আব্দুল হান্নান ওরফে শুটার হান্নানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সিলেট মহানগরের টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

হান্নান সিলেটের শাহপরাণ থানাধীন দক্ষিণ ইসলামপুরের (মেজরটিলা) ফাল্গুনী আবাসিক এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। 

গ্রেফতারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

চব্বিশের ৫ আগস্ট পরে দায়েরকৃত মামলার আসামি হান্নান। এছাড়া তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।