কওমি কণ্ঠ রিপোর্টার :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম-সমন্বয়কারী আবু আহসান মো. জাবুর।
তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সিলেটে পুলিশের গুলিতে শহিদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই।
দলটির সিলেট জেলা শাখার প্রধান সমন্বয়কারী বরাবরে দেওয়া এই পদত্যাগপত্রে জাবুর লেখেন- 'আমি নিম্নস্বাক্ষরকারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিলেট জেলার সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী। আমি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছি না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পড়ে না। উক্ত কারণে আমি স্বেচ্ছায় দলের সকল পদ থেকে অব্যাহতি নিচ্ছি।'