কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ্যপানে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন স্থানীয় বাসিন্দা ও অপরজন তার আত্মীয়। উপজেলার সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে দিকে ঘরের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- উত্তর গোয়াসপুর (রুইঘর) গ্রামের তমজিদ আলীর ছেলে ফরিদ আহমদ (৪৫) ও সিলেটের কানাইঘাট উপজেলার সড়কেরবাজার এলাকার সৈয়দুর রহমানের ছেলে রুবেল আহমদ (৩৬)। তারা পরস্পরের আত্মীয় ছিলেন।
পুলিশ জানায়, রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফরিদ ও রুবেল উত্তর গোয়াসপুর রুইঘর গ্রামের সেলিম উদ্দিনের বসতঘরের একটি কক্ষে দরজা বন্ধ করেছিলেন। অনেক্ষণ তারা দরজা না খুললে স্থানীয়রা দরজ ভেঙে দেখতে পান- তারা দুজনের নিথর দেহ এলোপাতাড়ি পড়ে আছে।
পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানিয়ছেন, এ দুজন মদ পান করতেন বলে এলাকায় চাউর রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা সোমবার বিকালে কওমি কণ্ঠকে বলেন- প্রাথমিক ধারণা, অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ফলে এ দুজনের মৃত্যু হয়েছে। তারপরও ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত করে বলা যাবে।
ময়না তদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।