কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সিলেট সুনামগঞ্জ সড়কের বাহাদুর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী সহ ৩ জন নিহত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সাথে মসকু পরিবহনের মিনিবাসের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনা স্থলে সিএনজি অটোরিকশার যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম ঘটনা স্থলে মারা যায়।
গুরুতর আহত স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সিএনজি অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জ আসছিলো বাসটি সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী। শফিকুল ইসলাম সিএনজি অটোরিকশার যাত্রী। ঘটনার পরপর বাস চালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম বলেন, ঘটনা স্থলে ২ জন ও হাসপাতালে ১ জন সহ ৩ জন মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এঘটনায় ২ জন আহত হয়েছেন।
(রিপোর্টার : মো. আব্দুল হালিম)