ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন ও ফিলিস্তিনে মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) যুব জমিয়ত বাংলাদেশ গোলাপগঞ্জ পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
এতে সভাপতিত্ব করেন যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হাঃ মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রুহুল কুদ্দুস ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম গোলাপগঞ্জ পৌর শাখার সম্মানিত সভাপতি মাওঃ আব্দুল গফফার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্বাস আল মাহমুদ।
আরও বক্তব্য রাখেন যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী রুহুল কুদ্দুস, বক্তব্য রাখেন উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ জাকির আহমদ, বক্তব্য রাখেন যুবনেতা এমাদুল হক, পৌর শাখার প্রচার সম্পাদক মুফতি তামিম আহমদ হাবিবী, যুবনেতা আব্দুল ওয়াহিদ, যুবনেতা জাবের আহমদ, আব্দুল মুমিন, বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ছাত্রনেতা নাঈম আহমদ, প্রচার সম্পাদক ছাত্রনেতা খুবায়েব আহমদ ,আশরাফুল ইসলাম, রোম্মান আহমদ প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলা এবং ভারতের ওয়াক আইন সংশোধনের নামে যে হত্যা কান্ড চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানান।
বক্তারা দাবি জানান- জাতিসংঘ উদ্যোগ নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের উপর হত্যা কান্ড বন্ধ করতে হবে এবং ভারতের ওয়াকফ আইন বাতিল করতে হবে।
সাথে সাথে নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী প্রতেবেদন ও কমিশন বালিত করতে হবে । এবং সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনার দাবী জানান ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পরে সভাপতির বক্তব্য ও দুআর মাধ্যমে সমাপ্ত হয়।