সিলেটে পৃথক স্থানে ৪ লাশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট বিভাগে পৃথক স্থানে ৪টি লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি আত্মহত্যা, একটি রহস্যজনক মৃত্যু, একটি ট্রেন থেকে পড়ে এবং একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু। 

কিশোরীর আত্মহত্যা: 
সিলেটে বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে এক কিশোরী। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শনিবার (২ আগস্ট) সকালে মহানগরের কানিশাইল এলাকার আলিম মিয়ার কলোনি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত কিশোরীর নাম রেশমা বেগম (১৪)। তিনি ওয়াছির মিয়ার মেয়ে। 

পুলিশ জানায়, সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক। 

জকিগঞ্জে বৃদ্ধের লা শ উদ্ধার :
সিলেটে শুক্রবার রাতে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের লাশ শনিবার (২ আগস্ট) উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মো. মাহমুদ আলী (৬৫)।

শনিবার দুপুরে জকিগঞ্জ উপজেলার আটগ্রাম মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাহমুদ আলী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন বাদ জুম’আ তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি।

শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। লাশের পাশে তার ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি সনাক্ত করেন।

এ ঘটনায় গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন।

স্থানীয়দের দাবি- এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার আলামত রয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু :
ঢাকা-সিলেট রেলপথের মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ভেতরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে হাওয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকাল আটটায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার বনের ভেতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই। ট্রেনের ভেতরে ভিক্ষা করেই জীবন চালান। সকালে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় পৌছলে ভিক্ষারত হাওয়া বেগম চলন্ত ট্রেন থেকে পড়ে যান এবং ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, মারা যাওয়া নারীর বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫৯ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

সড়ক দুর্ঘটনায় একজন নিহত : 
মৌলভীবাজারে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আল-আমিন (২৮)। তিনি নবীগঞ্জ উপজেলার ওমরপুর এলাকার বাসিন্দা।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হবিগঞ্জ এক্সপ্রেস’ নামের একটি বাস শেরপুর হয়ে মৌলভীবাজার আসার পথে দুর্লভপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীর মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, ‘আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।’