কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তোলা হলে আদালতের বিজ্ঞ বিচারক শরিফুল হক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
তবে এ সময় মাহফুজুর রহমানের আইনজীবি জামিন আবেদন দাখিল করলে আদালত আগামী রোববার (৪ মে) শুনানির তারিখ ধার্য্য করেছেন।
এর আগে বৃহস্পতিবার ভোররাতে সিলেট মহানগরের শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানাপুলিশ।
চব্বিশের ৫ আগস্ট পরবর্তী দায়েরকৃত একাধিক মামলার আসামি মাহজফুজুর রহমান।