পদোন্নতি পেলেন ১০২ এএসপি, সিলেটের ২

কওমি কণ্ঠ রিপোর্টার :

বাংলাদেশ পুলিশের ১০৪ জন কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে ১০২ জনকে স্বাভাবিক এবং দুজনকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই ১০২ জনের মধ্যে রয়েছেন ২ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপন থেকে এই পদোন্নতির তথ্য জানা যায়।

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদান করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্য হবে।

সিলেটে কর্মরত (পদোন্নতিপ্রাপ্ত) দুজন হলেন- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী কমিশনার কামরুল ইসলাম ও গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান।