মাহমুদুল হাসান নিজামী সম্পাদিত জাতীয় সংবাদপত্র ‘দৈনিক দেশজগত’র সিলেট বিভাগীয় ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি ও সাংবাদিক সিদ্দিক আহমদ।
বৃহস্পতিবার (১ মে) সম্পাদক স্বাক্ষরিত পত্রিকার পরিচিতিপত্র (আইডি কার্ড) ও নিয়োগপত্র তাকে প্রদান করা হয়।
কবি ও সাংবাদিক সিদ্দিক আহমদ সিলেটের বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তার লেখা অনেক বইও বাজারে আছে।
সংবাদসংক্রান্ত বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন সাংবাদিক সিদ্দিক আহমদ।