জৈন্তাপুরে নদীতে ভাসছিলো লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নদী থেকে একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার (৩ মে) সকাল ৯টায় পুলিশ গিয়ে কাটাগাং নদী থেকে লাশটি উদ্ধার করে। 

নিহত যুবকের নাম মো. সমছু মিয়া (২৯)। তিনি উপজেলার নিজপাট ইউনিয়নের হর্ণি নয়াগ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

নিহতের স্বজনরা জানিয়েছেন- সমছু মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

লাশ উদ্ধারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. উছমান গনি।

তিনি বলেন- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে মৃত্যুর কারণ। আর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দিলে সে অনুযায়ী পরবতী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।