কওমি কণ্ঠ রিপোর্টার :
অপারেশনের ভয়ে সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৯ম তলা থেকে লাফ দিয়ে এক রোগী মারা গেছেন। আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ আগস্ট) ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
এর আগে রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি হাসপাতালটির ৯ তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন।
নিহত ফয়েজ আহমদ (৩০) সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
জানা যায়, মূত্রথলি ও মূত্রনালীর সমস্যা নিয়ে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফয়েজ আহমেদ। আজ সোমবার (২৫ আগস্ট) তার অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের ভয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার হাসপাতালটির ৯ম তলার সিড়ির জানালার খোলা অংশ দিয়ে লাফ দেন তিনি। পরবর্তীতে তাকে উদ্ধার করে ওই হাসপাতালের আইসিউতে ভর্তি করা হলে ভোররাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    