সিলেট এলজিইডি ভবন ঘেরাওয়ের ডাক!

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট মহানগরের কোর্ট পয়েন্টে মঙ্গলবার (৬ মে) দুপুরে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নানা দুর্ভোগ থেকে পরিত্রাণের লক্ষ্যে তারা এ কর্মসূচি পালন করেন।


দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ চেয়ারম্যানের সভাপতিত্বে শুরু হওয়ার মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন)।

জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিমের পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির ১ম সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন- উন্নয়নবঞ্চিত জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর দুর্ভোগ লাঘবে বুধবার (৭ মে) থেকে মাসব্যাপী দুই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হবে। দীর্ঘ এই সময়ের মধ্যেও যদি সরকারের টনক না নড়ে এবং দৃশ্যমান কোনো প্রক্রিয়া না দেখা গেলে আরো কঠোর আন্দোলনের সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনে জকিগঞ্জ ও কানাইঘাট থেকে সর্বস্তরের মানুষ নিয়ে আগামী ১৮ জুন সিলেট এলজিইডি ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এরপরও যদি ফলাফল না আসে তখন, দুই উপজেলার বিএনপি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ নিয়ে আরো কঠোর কর্মসূচি নেয়া হবে।

তিনি বলেন, সীমান্তবর্তী দু’উপজেলায় গত ১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। যার কারণে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থাসহ নানামুখী সমস্যায় জর্জরিত এ অঞ্চলের মানুষ। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার এতটাই বেহালদশা যে সড়কগুলোতে গাড়ি চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। প্রত্যেকটি রাস্তা ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে বিএনপি সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের কথা চিন্তা করে দ্রুত সড়ক মেরামতের দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও যোগাযোগ করেছে। কিন্তু কোন লাভ হয়নি। তাই বাধ্য হয়ে জনদুর্ভোগ নিরসনে আমরা মাঠে নেমেছি।

তিনি আরো জানান- এই দুই উপজেলার সুরমা, কুশিয়ারা ও লোভা নদীর ভাঙ্গনে ফসলী জমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, রাস্তাঘাট ও বসতভিটা হুমকির সম্মুখীন রয়েছে। ইতোপূর্বে নদীভাঙ্গনে আমরা অনেক কিছু নদীগর্ভে হারিয়েছে। এমতাবস্থায় নদীভাঙ্গন রোধে ব্লক বসানো যেমন প্রয়োজন তেমনি নদীর দু’তীরের অরক্ষিত অংশগুলোতে নতুন করে বাঁধ নির্মাণের পাশাপাশি পুরাতন বাঁধগুলো মেরামত এখন সময়ের দাবি। মানববন্ধন শেষে মিছিল নিয়ে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপি নেতৃবৃন্দ জেলা প্রশাসক শের মাহবুব আলমের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন ও স্মরকলিপি প্রদান কর্মসূচি উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি শফিকুর রহমান শফিক, কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন আব্বাস, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার রফিক আহমদ চৌধুরী, কানাইঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়েছ আহমেদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, কানাইঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির সদস্য ও ৮নং ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বক্কর প্রমুখ।